নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ এপ্রিল ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ২৫ এপ্রিল ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজ। 

শুক্রবার বিকেলে সাভার বিকেএসপি অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা।

প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে নারায়ণগঞ্জ কলেজ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। আটটি বিভাগের চ্যাম্পিয়ন টিম নিয়ে এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে কোয়ার্টার ফাইনালে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন টিমকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

সেমিফাইনালে সিলেট সরকারি মহিলা কলেজকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে নারায়ণগঞ্জ কলেজ।
 

সম্পর্কিত বিষয়: