
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ফুটবলদলের সাবেক জনপ্রিয় ফুটবলার মো. সম্রাট হোসেন এমিলি সোনারগাঁ ষ্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাবিব রহমতউল্লাহ মাহবুব, যুগ্ম সম্পাদক একেএম জানে আলম দিপু, ক্রিড়ানুরাগী মো. আবু তাহের, সাংবাদিক আল আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, মিজানুর রহমান ও মশিউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল আমিন, ক্রিড়ানুরাগী মো. বাপ্পী, বুলবুল আহমেদ প্রমূখ।
টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট দশটি ফুটবল দল অংশ গ্রহন করবে।
উদ্বোধনী খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন একাদশ ও কাঁচপুর ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলায় কাঁচপুর ইউনিয়ন একাদশকে বৈদ্যেরবাজার ইউনিয়ন একাদশ ১-০ গোলে পরাজিত করে।