নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা  

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় তারুণ্যের  উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি)  ওসমানি পৌর স্টেডিয়ামে এ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় চারটি প্রতিষ্ঠানের মোট ৬০ জন বালক অংশগ্রহণ করেন চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার নারায়ণগঞ্জ (অ: দা:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাকিব-আল-রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন  খোরশেদ আলম নাসির,  মাহমুদ হোসেন সুজন, মাহবুবুর রহমান বিজন, জনাব আরিফ মিহির সহ ক্রীড়া সংস্থার  অন্যান্য সদস্যবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: