![না’গঞ্জে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ প্রতিযোগীতা অনুষ্ঠিত না’গঞ্জে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ প্রতিযোগীতা অনুষ্ঠিত](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/17-2502082136.jpg)
নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের বাস্তবায়নে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কাবাডি প্রতিযোগিতায় পাঁচটি উপজেলায় ছয়টি টিম অংশ গ্রহন করে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা এবং রানার্সআপ হয় বন্দর উপজেলা। বালিকা বিভাগ চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা এবং রানার্সআপ হয় বন্দর উপজেলা।
প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।