আড়াইহাজারে জাতীয় ফুটবল টূর্ণামেন্টে বালক অনুর্ধ্ব (১৭) সাতগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে আড়াইহাজার শহিদ মঞ্জুর স্টেডিয়ামে ফাইলান খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার ট্রাইবেকারে গোপালদী পৌরসভাকে পরাজিত করেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদ । খেলাশেষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এই সময় সহকারী কমিশনার (ভূমি )নঈম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। খেলায় ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ১২টি দল অংশ নেন।