নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে চ্যাম্পিয়ন্স গ্রাউন্ড ‘ফুটবল এন্ড ক্রিকেট টার্ফ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৭, ৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে চ্যাম্পিয়ন্স গ্রাউন্ড ‘ফুটবল এন্ড ক্রিকেট টার্ফ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে চ্যাম্পিয়ন্স গ্রাউন্ড ‘ফুটবল এন্ড ক্রিকেট টার্ফ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি দশপাইপ এলাকায় এ টার্ফ গ্রাউন্ডের উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাতান পাড়া ফাযিজ ডিগ্রি মাদ্রাসা মসজিদের সভাপতি এম,এ,হালিম জুয়েল, নাসিক ১,২,ও ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজ্জফ্ফর, বরকত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, কামাল হোসেন, ছানোয়ার হোসেন, জালাল উদ্দিন, মনির হোসেন, ফজল হক, চ্যাম্পিয়ন্স গ্রাউন্ড ‘ফুটবল এন্ড ক্রিকেট টার্ফের মালিক ইয়াসিন আহমেদ ও সাকিব হাসান পিয়াস প্রমূখ। 

উদ্বোধন কালে অতিথিরা বলেন, তরুণ প্রজন্ম মোবাইলে ক্রিকেট ফুটবল খেলে, এখন ঘরে বসে খেলতে হবে না, এই টার্ফে এসে ফুটবল ও ক্রিকেট খেলতে পারবে । এই টার্ফ গ্রাউন্ড যুবসমাজের জন্য তৈরি করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স গ্রাউন্ড ‘ফুটবল এন্ড ক্রিকেট টার্ফের মালিক ইয়াসিন আহমেদ ও সাকিব হাসান পিয়াস বলেন নারায়ণগঞ্জে এই প্রথম আমরা টার্ফ গ্রাউন্ড তৈরি করেছি। এই মাঠের নীতিমালার আলোকে যুবকরা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে খেলতে পরবে। শীত-বর্ষা সব সময় এই টার্ফ খেলার উপযোগী।