নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী সোনাকান্দা হাট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের একটি ব্যতিক্রমধর্মী প্রীতি ক্রিকেট ম্যাচ। ইংরেজি নববর্ষ উপলক্ষে সোনাকান্দা ওপেন হার্ট সংসদ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।খেলা শেষে অংশ গ্রহনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১ জানুয়ারী (বুধবার) সকাল ১০ টায় এ প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয় এবং বিকাল ২ টায় শেষ হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান খেলার উদ্বোধন করেন। আয়োজনটি বর্তমান সময়ে মুক্ত সাংবাদিকতার উদযাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন বক্তারা।
প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে'র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
ডিইউজে'ও সদস্য মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রার কাওসার আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো:চাঁন মিয়া, আই নিউজ বিডি'র প্রকাশক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মফস্বল সম্পাদক
রিয়াজুর রহমান রিজাজ, প্রেসক্লাবের উপদেষ্টা আতাউর রহমান, মো: কবির হোসেন, সমাজ সেবক আব্দুল কুদ্দুস প্রমুখ।
সাংবাদিক সমাজের ঐক্য এবং স্বাধীনতাকে আরও দৃঢ় করার লক্ষ্যে এমন প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
প্রীতি ক্রিকেট ম্যাচে 'সবুজ' ও 'লাল' নামে দুটি দল অংশগ্রহণ করে। যা প্রতীকীভাবে ঐক্য এবং উদ্দীপনার বার্তা দেয়। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের উদযাপন হিসেবেও বিবেচিত হয়েছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল 'দৈনিক ঢাকা প্রতিদিন' ও 'আই নিউজ বিডি'।
এ আয়োজনটি সাংবাদিক সমাজের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং এটি সকল অংশগ্রহণকারীর জন্য একটি স্মরণীয় দিন।প্রতিযোগিতার দুই উইকেটে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সবুজ দল।বিজয়ী দলের সাইফুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।