সিদ্ধিরগঞ্জে এসও মন্ডল পাড়া ছাত্র সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এসও এলাকার সুস্তানির মাঠে এ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপর সহ-সভাপতি এস,এম,আসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন, মকবুল হোসেন, বাবু, রনি, বাসেদ, শিপন ও কাজী অকিল প্রমূখ। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বাবু, নাহিদ, বিপ্লব, সায়েম ও আল-আমিন।
সভাপতির বক্তব্য আব্দুস সামাদ বলেন, খেলাধুলার পাশাপশি লেখাপড়া করতে হবে। তোমরা ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।
আমি তোমাদের কে ধন্যবাদ জানাই এতো সুন্দর খেলার আয়োজন করার জন্য। তোমরা সবসময় খেলাধুলার আয়োজন করবে, আমি তোমাদের পাশে আছি থাকবো।