নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

গোদনাইল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৭, ২৬ ডিসেম্বর ২০২৪

গোদনাইল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, জার্সি উন্মোচন, আলোচনা সভা ও আতশবাজীর মত জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে গোদনাইল প্রিপিয়ার লীগ-জিপিএল সিজন-২ এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল মুসলিমনগর এলাকায় ক্রিকেটের এ লীগের শুভ উদ্বোধন করা হয়।

এবারের জিপিএল সিজন-২ এর টি-১০ লীগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ৭টি টিম অংশগ্রহণ করছেন। দলগুলো হল, আরকে রেনচার্স, ট্রফি ফাইটার, লিজেন্ড অব উত্তর পাড়া, ইয়াং ভয়েজ, ইনভিনসিবল টাইটানস, মুসলিমনগর একাদশ ও অগ্রগামী সংঘ। উদ্বোধনী ম্যাচে আরকে রেনচার্সের মুখোমুখী হবে লিজেন্ড অব উত্তর পাড়া।

গোদনাইল প্রিপিয়ার লীগ-জিপিএল সিজন-২ এর আয়োজক কমিটির উপদেষ্টা মো: দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা আজিম মোল্লা বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরকে গ্রপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহমেদ রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরকে গ্রপ অব ইন্ডাষ্ট্রিজের পরিচালক কামরান আহমেদ রাসিব ও কাউমি আহমেদ রাহিব, বিশিষ্ট সমাজ সেবক আবুল খায়ের জজ, হাবিবুর রহমান শিকদার, আবুল কালাম ভুঁইয়া, আবু তালেব, সিরাজ মোল্লা, আ: রাজ্জাক, আ: মালেক, নজরুল ইসলাম, আশরাফ আলী, তৌহিদ শিকদার ও মিজানুর রহমান টুটুল প্রমূখ।

আয়োজক কমিটির সদস্যরা হলো, হৃদয় শিকদার, মো: রনি, রুবেল ঢালী, সুমন ভুঁইয়া, জীবন শিকদার, কাজল হোসেন, আরাফাত, সোহান, মাহিন শিকদার, রিপন, শাহজালাল, শফিকুল ইসলাম দিদার ও রুমন মোল্লা প্রমূখ।