নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় শিমরাইল ডেনিস কারখানা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেণ্টের ফাইনাল খেলায় অলস্টার স্পোর্টিং ক্লাব বনাব অদ্ভুত অঙ্গন অংশ গ্রহণ করেন। খেলায় ১-০ গোলে অলস্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

সৃষ্টি যুব সংসদের সভাপতি মো. রিপন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।

বিশেষ অতিথি ছিলেন, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, যুগ্নসম্পাদক মো. সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, ৪ নং ওয়ার্ড উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মাহমুদল হাসান। 

পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি এলইডি টেলিভিশন ও রানারআপ দলকে একটি এনড্রয়েট মোবাইল ফোন তুলে দেন প্রধান অতিথি। খেলায় সেরা খেলোয়ার মনোনিত হয়েছেন বিজয়ী দলের হৃদয়।