নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মিরকুটির ছেও তরুণ সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুনামেন্ট 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩১, ২১ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মিরকুটির ছেও তরুণ সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুনামেন্ট 

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান কে সামনে রেখে মিরকুটির ছেও তরুণ সমাজের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে মিরকুটির ছেও একাডেমি ও রানার্সআপ হয়েছে লাভরাপাড়া।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের মিরকুটির ছেও এলাকার মাঠে ফাইনাল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের শাওন শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মুড়াপাড়া ইউনিয়ন যুবদল তারিকুল ইসলাম তপু।

বিকেল ৩:৩০ মিনিটে খেলার মাঠে জাতীয় পতাকা হাতে মাঠে প্রবেশ করে, এরপর মাইকে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে। খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের পর টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ৬নং সভাপতি কুদুস ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের ৬নং সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ৬নং যুবদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভুঁইয়া, আয়োজক কমিটির হিসেবে উপস্থিত ছিলেন সাকুর, ফহাদ, হৃদয়, সাব্বির, মাহাবুব, শিশির, মিরদ্দাত, ফহিম, ওসমান, ইশান, ইফাত, শাহরিয়া, জুনায়েত প্রমূখ। 

আনন্দদায়ক খেলাটির ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শাওন শাকিল। আজকের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মিরকুটির ছেও একাডেমি এবং লাভরাপাড়া একাডেমি ।

খেলায় প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিনোদনের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়।
 

সম্পর্কিত বিষয়: