আড়াইহাজার মহান বিজয় দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুষ্প ফাউন্ডেশন এর উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পাঁচরুকী গ্রামে পুষ্প সোশ্যাল ফাউন্ডেশন এর আয়োজনে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করেন শাহ মশিউর রহমান একাদশ ও পারভেজ মিয়া একাদশ এর ফুটবল টিম।
অনুষ্ঠানে পুষ্প সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈমান আলীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার নাহিদা নাসরিন।
বিশেষ অতিথি দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আল আমিন ভূইয়া, মোঃ আতিকুর রহমান, মোঃ কায়ছার হামিদ আলমগীর, মোঃ জামিরুল ইসলাম, হেলাল আহম্মেদ,মোঃ মাসুদ (জুয়েল), মোঃ আল মামুন, মোঃ বেল্লাল হোসেন, কাজী জামিরুল ইসলাম, মোসাঃ সালমা আক্তার। খেলার উদ্বোধন করেন নারায়নগঞ্জ নারী ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জাকির হাসান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং সংগঠন সভাপতিকে তিনি ধন্যবাদ এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান। শেষে বিজয়ী দলের হাতে হাতে ট্রফি তুলে দেন তিনি।