নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে “চল ফুটবল খেলি” শ্লোগানে জেলা ভিত্তিক মেয়েদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় শনিবার (১ জুন) নাসিক ৪ নং ওয়ার্ডের সোনামিয়া স্টেডিয়ামে মাঠে এ প্রশিক্ষন শুরু হয়।
নারায়ণগঞ্জ এর প্রমিলা ফুটবল টীমের কোচ ইতি আক্তার এ প্রশিক্ষণ পরিচালনা করবেন। অনুর্ধ্ব ১৫ বছরের ৩০ জন বালিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষনটি সপ্তাহে ১দিন করে মোট ১২ দিনে সম্পন্ন হবে। প্রশিক্ষন শেষে সনদ বিতরণ করা হবে।
জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: মনোয়ারা বেগম, ওয়ার্ড কাউন্সিলর -৪,৫,৬ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, নারায়নগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন- ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে লতা দে, কমিউনিটি মবিলাইজার-স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট, নারায়ণগঞ্জ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক, পূর্ব জালকুড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়, মো. জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক।