নারায়ণগঞ্জে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর গাজীপুর জোন এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে গাজীপুর জেলা ১০ উইকেটে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে গাজীপুর জোন এ চ্যাম্পিয়ণ হয়েছে।
এরআগে সকালে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আকলিমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌরিন করিম, এডিএম মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির, গাজীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হোসনে আরা সিদ্দীকি, নরসিংদী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা তাহমিনা আক্তার লাইলী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদিকা রোকসানা খবির, সদস্য মাহমুদা শরীফ, অধ্যাপক ময়না বেগম, আয়েশা বেগম, হাজেরা বেগম, আজমি আরা বেগম, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির প্রমুখ।
সকালের খেলায় গাজীপুর জেলা নরসিংদী জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে স্বাগতিক নারায়ণগঞ্জের মোকাবেলা করেন। ফাইনাল শেষে বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।