সোনারগাঁ পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য হাজী আফজল হোসেনের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫ এর গ্রুপ নির্ধারণ হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে সুবর্ন উইন্ড ক্যাফে এ টুর্নামেন্টের ১৬ টি দলের গ্রুপ লটারী মাধ্যামে নির্ধারণ করেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য হাজী আফজল হোসেন এর সভাপতিত্বে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর পরিচালক ধারাভাষ্যকার মিলন বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা জসিম,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ১৬ টি টীমের প্রতিনিধিসহ প্রমুখ।
হাজী আফজল হোসেন জানান, ১৬টি দলে ৪টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে।এ টুর্নামেন্টের লক্ষ্য সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি জাগ্রত করা এবং নেশামুক্ত সমাজ গড়া।
আগামী ১১ই এপ্রিল উদ্ধোধনী ম্যাচে যে দুইটি দল অংশগ্রহন করবে সুবর্ণ ক্রিকেট একাডেমি (ভাটিবন্দর) বনাম সনমান্দী লায়নস।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান মাসুম। উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।