প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এ নারায়ণগঞ্জ হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (১৭ মার্চ) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপোযোগি হয়ে পড়ায় দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করে ফলাফল নিষ্পত্তির জন্য টস এর মাধ্যমে তা নির্ধারণ করা হয়।
টসে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ জয়লাভ করে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে। জেলার ৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
পরে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ণ ও রানার্সআপ ক্রেষ্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ¦ খবির আহমেদ।
ক্রিকেট উপকমিটির কনভেনার ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইমব্যাংক নারায়ণগঞ্জ শাখার ফার্ষ্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আকবর হোসেন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,মোঃ আসলাম,ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল,হাজী নুর ইসলাম,মাহবুব হোসেন বিজন, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।