নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব- ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জ বালক ও বালিকা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থপনায় রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরীক শিক্ষা কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা বালিকা দল  ফরিদপুর জেলা বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় নারায়ণগঞ্জ জেলা বালক দল রাজবাড়ী জেলা বালক দলকে ট্রাইব্রেকারের মাধ্যমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবেরুল ইসলাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম।