নারায়ণগঞ্জ শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) দুই দিনব্যাপী বাছাই প্রতিযোগিতার ফাইনাল খেলায় শীতলক্ষ্যা ২-১ গোলে বুড়িগঙ্গাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ওসমানী পৌর স্টেডিয়ামে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। বাছাই প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা। এই চারটি দলে প্রায় ৮০ জন খেলোয়ার অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জনাব মো. আবু নাজের, সহকারি পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জনাব খোরশেদ আলম নাসির, যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা নারায়ণগঞ্জ, মো. মাহমুদুল হাসান সুজন, নারায়ণগঞ্জ জেলা ফুটবল কোচ ও সদস্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ মো. মাহবুব হোসেন বিজন সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ মো. নজরুল ইসলাম টিপু সাবেক ফুটবলার, মোহাম্মদ সাগর হোসেন কোচ ডিএসএস ক্লাব মো. নজরুল ইসলাম ধারাভাষ্যকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।