নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাই ও প্রশিক্ষণের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ১৬ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাই ও প্রশিক্ষণের উদ্বোধন

নারায়ণগঞ্জে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ওসমানী পৌর স্টেডিয়ামে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। এরআগে  সোমবার (১৫ জানুয়ারি) বাছাই প্রতিযোগিতা শুরু হয়। 

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু নাজের, সহকারি পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম নাসির, যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া  সংস্থা নারায়ণগঞ্জ। 

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব -১৫) বাছাই প্রতিযোগিতা ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের প্রথমদিন ১৬টি ক্লাবের প্রায় শতাধিক ক্ষুদে খেলোয়ার এই বাছাই পর্বে অংশ নেয়। বাছাই পর্ব শেষে ২৪ জন ক্ষুদে ফুটবলারদের দক্ষ প্রশিক্ষক দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মাহমুদুল হাসান সুজন, নারায়ণগঞ্জ জেলা ফুটবল কোচ ও সদস্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ মো. মাহবুব হোসেন বিজন সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মামুন, কোষাধক্ষ্য, বঙ্গ সাথী ক্লাব, নারায়ণগঞ্জ  মো. নজরুল ইসলাম টিপু সাবেক ফুটবলার, মোহাম্মদ সাগর হোসেন, কোচ, ডিএসএস ক্লাব, মো. নজরুল ইসলাম ধারাভাষ্যকারসহ আরও অনেকে।
 

সম্পর্কিত বিষয়: