নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৮, ২৩ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জ শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ শহরে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা। কাতারে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় দিন মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেওভোগ শেখ রাসেল পার্কের সামনে থেকে ওই শোভাযাত্রা বের হয়।


‘আমরা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’ ব্যানারে আয়োজিত শোভাযাত্রাটি শেখ রাসেল পার্কের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রায় আর্জেন্টিনা দলের মেসি ও ডি মারিয়া খেলোয়াড়ের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, দলীয় পতাকা, সাউন্ড সিস্টেম ও অর্ধশতাধিক মোটরসাইকেল ছিল।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, উদ্যোক্তা স্বপন দাস, আমিনুর ইসলাম মিঠু, তাপস সাহা, সেলিম হাসান দিনার প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।


আনন্দ শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা চিত্রকর স্বপন দাস বলেন, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শুভ কামনায় আমরা এই আনন্দ শোভাযাত্রা করেছি।


আরেক উদ্যোক্তা তাপস সাহা বলেন, শহর ও আশপাশের বিভিন্ন এলাকার শত শত সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। মোটরসাইকেলসহ অনেকে যোগ দেন।

সম্পর্কিত বিষয়: