ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কোচিং সেন্টার নারায়ণগঞ্জ ও বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব ফুটবল কোচিং সেন্টারের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দর সিটি করপোরেশন এলাকার সিরাজ উদ দৌলা ক্লাব মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আঞ্চলিক প্রধান, (ঢাকা-১) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং বিভাগের মোঃ আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর-ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং বিভাগের এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মোঃ রনি শেখ, এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কোচিং সেন্টার নারায়ণগঞ্জ প্রধান কোচ মোঃ জাহাঙ্গীর আলম, সহ খুদে ফুটবলাররা।
ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কোচিং সেন্টার সিরাজুদ্দৌলা ক্লাবের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি গোল শুন্য হয়ে ড্র হয়।