নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

৪ মে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ২৯ এপ্রিল ২০২৫

৪ মে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম   

আগামী ৪ মে (রোববার) থেকে পুরোদমে চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। তবে এরআগে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন করা যাবে।

এরপর রোববার থেকে পূর্বের ন্যায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসর্  এসে আবেদনপত্র জমা, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. জামাল হোসেন। 

উল্লেখ্য, গত বছরের ১৮ ও ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে পুড়ে যায় পাসপোর্ট অফিসের ভবন। এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল সব কার্যক্রম।

পাসপোর্টের জরুরি প্রয়োজনে নারায়ণগঞ্জের মানুষকে যেতে হয়েছে ঢাকা, নরসিংদী এবং মুন্সিগঞ্জে। এতে অনেককেই ভোগান্তির শিকার হতে হয়েছে।

এরপর নভেম্বরে ভবনটির সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়। 

পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে। আবার বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন। দোকানিরা বলছেন, ৯ মাসের মন্দা কাটিয়ে আবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

এদিকে দীর্ঘ ১০ মাস পর আবারও পাসপোর্ট অফিসটি পূর্ণদমে চালু হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নারায়ণগঞ্জবাসী। 
 

সম্পর্কিত বিষয়: