সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ইন্টারনেট ডাটা সেন্টারে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর চালায়। এতে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এর সাথে জেড.এন আইটি সলিউশন এর বিভিন্ন স্থানে ইন্টারেনট ডাটা সেন্টারেও অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর চালায়। বিশেষ করে নারায়ণগঞ্জের চিটাগাংরোডে একটি ডাটা সেন্টার পুরোপুরি অগ্নিসংযোগে পুড়ে যায়। এতেকরে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেড. এন আইটির স্বত্তাধীকারী অয়ন ওসমান জানান, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত আইটেমের রয়েছে, বিভিন্ন রাউটার ডিভাইস ২ কোটি ৫০ লাখ টাকা ও অপটিক্যাল ফাইভার ৫০ কোটি টাকা।