নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মীরকুন্ডি পরেশ সাধুর আশ্রমে ১৯ তম শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা-১৪৩১বাং আয়োজন করেছে কালীরবাজার মহামায়া সেবাশ্রম ও মায়ের ভক্তবৃন্দ।
আগামী ৩০ নভেম্বর ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বাংলা শনিবার মীরকুন্ডী পরেশ সাধুর আশ্রম প্রাঙ্গণে মহামায়া সেবাশ্রমের উদ্যোগে বাৎসরিক শ্রীশ্রী রক্ষাকালী মায়ের পূজা, সপ্তসতী ও রুদ্র যজ্ঞ এবং শ্রীশ্রী ভগবান পরশুরামের পূজা অনুষ্ঠিত হইবে।
উক্ত পূজানুষ্ঠানে সকল ভক্তদের উপস্থিতি সক্রিয় সহযোগিতা ও মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে প্রতি মাসের অমাবস্যা তিথিতে মায়ের পূজা হয়।
মহামায়া সেবাশ্রম ও মায়ের ভক্তবৃন্দের শ্রী শ্রী ভগবান পরশুরামের মন্দির নির্মাণ কাজ চলছে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। আগামী ২০শে অগ্রহায়ণ (৬ই ডিসেম্বর) শুক্রবার দুপুরে মৎসমুখী অনুষ্ঠিত হবে।
এর পর আগামী ২৮শে ডিসেম্বর শনিবার ১২ই পৌষ ১৪৩১ বাংলা শ্রীশ্রী মেহার কালী বাড়িতে দশমহাবিদ্যা মায়ের পূজার আয়োজন করা হয়েছে।