নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চারদিন ব্যাপী শ্যামা পূজার বিসর্জন সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৭, ৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চারদিন ব্যাপী শ্যামা পূজার বিসর্জন সম্পন্ন

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো চারদিন ব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা। 

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শহরের বিআইডব্লিউটিএর ৩নং ঘাটে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয় । পূজা উদযাপন পরিষদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন শুরু করা হয়। 

পরে একে একে শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো অন্তত সু-শৃঙ্খলা ভাবে তাদের প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন । 

শ্রীশ্রী শ্যামা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় যথেষ্ট পরিমান নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার অনুষ্ঠিত হয়েছে কালী পূজার বিসর্জন।  

বিসর্জন মঞ্চে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের পর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই  চারদিন ব্যাপী শ্যামা মায়ের পূজার বিসর্জন  সমাপ্তি হয়েছে।

এটাই হলো নারায়ণগঞ্জের সম্প্রীতির বন্ধন। তার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

প্রতিমা বিসর্জন ঘাটে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদক সাহা, সাধারণ সম্পাদক সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, পূজা পরিষদ নেতা তপন গোপ সাধু, তপন ঘোষ, অনুপম সরকার, রতন সাহা, বিপ্লব ঘোষ মনা, অভিরাজ সেন সজল, রিপন রূদ্র, তারক দাস, সুবাস দেসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: