নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহরে জগন্নাথদেবের রথযাত্রা পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৫, ৭ জুলাই ২০২৪

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহরে জগন্নাথদেবের রথযাত্রা পালিত

 নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। রবিবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরে শান্তিপূর্ন রথযাত্রা পালনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে পুরো শহরজুড়ে। 

এদিন বিকেল সাড়ে তিনটায় শহরের নগরখানপুর ইসকন নামহট্ট সংঘ শ্রী শ্রী নিতাই চৈতন্য মন্দিরের  রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। পরে শিখণ সরকার শিপন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং রথযাত্রা উৎসবের সার্বিক বিষয় পর্যবেক্ষন করেন তিনি। 

এ সময় রথযাত্রা উৎসবে আগত ভক্তবৃন্দের সার্বিক মঙ্গল কামনা করে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সফল করতে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। রথযাত্রার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে শহরের চাষাড়ায় গোপাল জিউর মন্দিরে মত বিনিময় সভা করেছি। 

তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে অসম্প্রদায়ীক চেতনা জাগ্রত করতে পূজা উদযাপন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্য ও আগত ভক্তবৃন্দের মঙ্গল কামনা করছি। সকলকে জগন্নাথদেবের রথযাত্রার শুভেচ্ছা।

এছাড়াও অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্যে প্রশাসনের সাথে একাধীকবার বৈঠক করেছি। “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এ শ্লোগানকে সামনে রেখে অসম্প্রদায়ীক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাম্য মৈত্রি আর ভ্রাত্বিবোধ প্রতিষ্ঠায় আমরা সদা নিয়োজিত আছি। 

এদিকে নারায়ণগঞ্জ শহরের রথযাত্রা উৎসবের সার্বিক নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা,  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, জেলা পূজা পরিষদের সহ- দপ্তর সম্পাদক সুজন বিশ্বাসসহ ভক্তবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: