নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৪২০০ মসজিদে হবে ঈদুল ফিতরের নামাজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৬, ১৮ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জে ৪২০০ মসজিদে হবে ঈদুল ফিতরের নামাজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার জেলায় চার হাজার ২০০ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।  নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এর মধ্যে অনেক মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত।
নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯ টায়। এছাড়া এবার জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, গত দুই বছর ঈদের নামাজে স্বাস্থ্যবিধি ও নানা বিধিনিষেধ থাকলেও এবার কোনো বিধিনিষেধ থাকছে না। এবার পূর্বের মতো সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করবে নারায়ণগঞ্জ জেলাবাসী।

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া ও মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের মাওলানা কবির আহমেদ।
 

সম্পর্কিত বিষয়: