
জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। কিন্তু আমরা অত্যন্ত দু:খের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোন দৃশ্যমান কার্যক্রম এখন পর্যন্ত দেখি নাই।
তিনি আরও বলেন, আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসরদের বসানোর চেষ্টা করা হচ্ছে।
এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে ব্যবসায়িক রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করে যারা ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন। তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন।
বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবার ও তাদের দোসরদের প্রতিষ্ঠিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না।
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ।