
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে এতিমখানার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে শহরের দেওভোগ নগর পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিমখানার ছাত্রদের হাতে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাফিয়ান আহমেদ রিয়নের সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব স্বপন, জেলা যুব সংহতি নেতা পারভেজ, জেলা জাতীয় ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, যুগ্ম আহ্বায়ক হাসান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হৃদয়, যুগ্ম আহ্বায়ক রাকিব, মহানগর নেতা সোয়াব, আনন্দসহ অনেকেই।