
সিদ্ধিরগঞ্জে নাসিক ১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা গাজী আতাউর রহমান বাবুল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুল স্ট্রোক করে মারা যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জানাযা শেষে পাইনাদি মিজমিজি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম গাজী আতাউর রহমান বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের বড় ভাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন।
এতে বলা হয়, গাজী আতাউর রহমান বাবুল মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত। এই বিএনপি নেতার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি।
অধ্যাপক মামুন মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।