
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তারেক রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন-
সন্মানিত,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, আসসালামু আলাইকুম , আহালান সাহালান মাহে রমজান, আমি দূঃখ ও বেদনাহত মন নিয়ে আজ আপনার দেওয়া বক্তব্যের কিছু অংশ ব্যখা সহ জানার আগ্রহ প্রকাশ করছি,
০১, দলের কমিটি করতে মিছিলের শেষ কর্মীকে মূল্যায়ন করা হবে।
০২, তদন্তে প্রমানিত অনৈতিক কর্মকাণ্ডের সহিত ঝড়িত থাকায় কমিটি বিলুপ্ত করা হল। আমার জিজ্ঞাসা যিনি দীর্ঘদিন দলের সকল কর্মসূচি তে প্রথম সারিতে উপস্থিত থেকে দূর্দিনে দলকে নেতৃত্ব দিল আপনার পরামর্শে, আজ আপনার দ্বারা গঠিত নারায়নগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সেই কর্মীটার নামই নাই,
আমরা আজ জনগনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি দলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কর্মে যে কমটি বিলুপ্ত হল সেই কমিটির সদস্য গন পরবর্তী কমিটিতে বীরদর্পে ফিরে আসলো, জনমনে প্রশ্ন আপনার দেওয়া সিদ্ধান্ত থেকে আপনি সরে আসলেন কি?
জনতা বলছে তারেক রহমান দলের ভিতর শুদ্ধি অভিযানের নামে আই ওয়্যাশ করছেন কি?
দলের দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে আপনি সরে যাচ্ছেন কি?
আপনি আমাদের নেতা দলের কর্মী দের কাছে দেওয়া কমিটমেন্ট আপনি পালন করছেন না, ৩১ দফা সংস্কার প্রস্তাব যা আপনি জাতির সামনে পেশ করেছেন, আপনি তা বাস্তবায়ন করবেন কিনা জনগন সন্দেহ প্রকাশ করছে।