
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, এখনো কিন্তু বাংলাদেশকে নিয়ে নতুন করে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিবাদীদের দোসরা বাংলাদেশকে নিয়ে নতুন করে এই ষড়যন্ত্র করছে।
তাঁরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বৃহত্তর কুতুবআইল, কাঠেরপুল এলাকার পঞ্চায়েত কমিটি ও রামারবাগ, লামাপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে অসহায় ও দুস্থ বলতে কিছুই নেই। আর আপনারা হলেন আমাদের অতিথি মেহমান। আমরা মানুষ আমরা সবাই সমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি নেতা কর্মী সবসময় আপনাদের পাশে আছে।
আমাদের ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের মুখে হাসি ফুটাতে চাই। কারণ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য হল বিএনপির আগামী দিনের রাজনীতি।
পরে বৃহত্তর কুতুবআইল, কাঠেরপুল , রামারবাগ, লামাপাড়া এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় এবং মহানগর তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান রবিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, কুতুবআইল, কাঠেরপুল পঞ্চায়েত কমিটির সভাপতি গোলজার হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার প্রমুখ।