
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নগরীর পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের চাষাড়ার খাজা সুপার মার্কেটের সামনে বিল্ডিং টেকনোলজি আর্কিটেকচার এর আয়োজনে বিতরণ করা হয় এ ইফতার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব। এছাড়া বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। এ মাসে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ধর্মপ্রান মুসলমানেরা ইবাদত বন্দিগীতে মশগুল থাকে। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য আছেন।
আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রান ভরে দোয়া করবেন যেনো তিনি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে এ দেশের নেতৃত্ব দিয়ে দেশকে ও দেশের গণতন্ত্রকে পুনরূদ্ধার করে সকলের মুখে হাসি ফোটাতে পারেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিএস শাহআলম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবদল সদস্য মোঃ সোহেল, জেলা যুবদল নেতা জাহিদ হাসান ও নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হামিদুর রহমান সুমন,সরদার সুজন ও সাইফ মাহমুদ আকাশ সহ প্রমূখ।