নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাই : কমিউনিস্ট পার্টি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৭, ১৭ মার্চ ২০২৫

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাই : কমিউনিস্ট পার্টি

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিস দখলের হুমকিদাতাদের গ্রেপ্তার, অব্যাহত ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাসের হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে সোমবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিসিবি, নারায়ণগঞ্জ শহর কমিটি সমাবেশ ও মিছিল করে।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, শহর কমিটির সাধারণ সম্মাদক সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির নেতা জাকির হোসেন, নারী নেত্রী শাহানারা বেগম, জেলা নেতা শিশির চক্রবর্তী ও শহর কমিটির নেত্রী মৈত্রী ঘোষ প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিস জোর করে দখলের হুমকি দেওয়া হয়েছে। বাম ও প্রগতিশীল ছাত্র ও নারীদের ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ মিছিলে উস্কানিমূলকভাবে পুলিশী হামলা করা হয়েছে আবার আন্দোলনকারিদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

এতে মনে করা সাভাবিক যে, সরকার ধর্ষক ও সন্ত্রাসীদের পক্ষেই থাকছেন। কমিউনিস্ট পার্টি অফিস দখলের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

চাল, ডাল, তেলসহ সকল দ্রব্যমূল্য আগের আমল থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। ২২হাজার কোটি টাকা কাগজের নোট ছাপিয়ে সরকার বাজারে ছেড়েছে এতে টাকার মূল্য আগের তুলনায় আরো কমেছে।

ঘুষ-দুর্নীতি কমেনি, হাত বদল হয়েছে কিছুটা। খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজীর সাথে যুক্ত হয়েছে জনগণের বাড়ি ও সম্পদ দখলের উৎসব। শিশু ও নারীর কোন নিরাপত্তা নেই। বিশেষ করে দরিদ্র ও সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতার মধ্যে আছে।

একটা নির্বাচিত সরকার ছাড়া এ পরিস্থিতির কোন উত্তোরণ সম্ভব নয়, তাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।
 

সম্পর্কিত বিষয়: