
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের একটি প্রজন্মকে নষ্ট করে দেয়া হয়েছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে তাদেরকে বিচ্যুত করা হয়েছে। প্রকৃত ইতিহাস জানা থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে বিরত রাখা হয়েছে।
আমরা চাই আগামী দিনে সঠিক ইতিহাস এটা কোন ব্যক্তিগত, যেটা আগে ভুল যারা করেছেন সেটা যেনো আর না হয়। আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা সঠিক ইতিহাসটা জানে। সেটা পাঠ-পুস্তকের মধ্যে হোক কিংবা পরিবেশের মধ্যে হোক। দেখা গিয়েছিল এখানে যারা শিক্ষক-শিক্ষিকা ছিল তারা সঠিক শিক্ষাটা প্রদর্শন না করে সেখানে তারা দলীয় লেজুর ভিত্তিক করতে অনেকে বেশি স্বাচ্ছন্ন বোধ করতেন। সেই বিষয়টি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন রয়েছেন ২০২৪ এর শহীদদের যেই আত্মত্যাগ রয়েছে তাদের যে স্বপ্ন রয়েছে নতুন রূপে বাংলাদেশকে দেখার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেমন পরিশ্রম করছেন ঠিক একইভাবে আপনারা যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছি আমরা আপনাদের কাঁধে কাঁধ রেখে সেটাকে বাস্তবায়ন করতে চাই।
আমাদের সকলের সাথে সকলের সহমর্মিতা ও সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি জাতীয় দিবসগুলোতে অনেক সময় ব্যক্তিগত বিষয়গুলো উপস্থাপন করা হয়। নিজের আইডেন্টিকে তুলে ধরা হয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে জাতীয় দিবস গুলো সবার, সবাই যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি সুনিশ্চিত করা জেলা প্রশাসক মহোদয়ের দায়িত্ব।
বিভিন্ন মতামতা দর্শের পার্থক্য থাকবে বিভিন্ন দলের মতোপার্থক্য থাকবে। এক সময় এখানে যেটা করা যায় নাই, এখন কিন্তু আমরা নতুন বাংলাদেশ রূপে দেখতে চাই এখন যদি আমরা পূর্বের জিনিসগুলো আবারও নতুন করে প্রতিষ্ঠিত করতে চাই এটা কিন্তু কারোই কাম্য না।
তিনি আরও বলেন, আমরা আপনাদের তাকে বারে বারে আসি কারণ আমরা নারায়ণগঞ্জকে ভালবাসি। সবার আগে দেশ এবং দেশের জনগণ আগে। আমরা নারায়ণগঞ্জ থাকি সবার আগে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের মানুষ। নারায়ণগঞ্জে যে কোন বিষয় যেমন একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে স্বাচ্ছন্ন বোধ করি অন্য দলের নেতাকর্মীরাও নারায়ণগঞ্জে ভালোবাসেন এবং নারায়ণগঞ্জের সুনাম যেন সবার উপরে থাকে সে প্রত্যাশা আমাদের সকলের মাঝে আছে।
একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা যেন সকল ভেদাভেদ বলে রাজনৈতিক দলের নেতা কর্মী রয়েছি এবং প্রশাসনে কর্মকর্তারা মানুষের যে প্রত্যাশাটা রয়েছে আমরা যেন সেইভাবে সফলতার সঙ্গে কাজ করতে পারি।