নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

এই সরকার সংস্কার সংস্কার বলে সময় নষ্ট করছেন : আজাদ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

এই সরকার সংস্কার সংস্কার বলে সময় নষ্ট করছেন : আজাদ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, আজকে দেশে এই যে সংস্কার সংস্কার, সংস্কার নিয়ে কথা বলছে মধ্যবর্তী কালীন সরকার কিংবা অন্তবর্তীকালীন সরকার বলেন। তারা যেই সংস্কার নিয়ে কথা বলছেন এই সংস্কার নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে বলেছেন তা আপনারা কিন্তু সবাই জানেন।

আজকে তিন বছর চলছে তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের ঘোষণা করেছেন। কিন্তু আমি বলতে চাই এই সরকার সংস্কার সংস্কার বলে সময় নষ্ট করছেন। আমি বলতে চাই আপনারা এগুলো বন্ধ করেন এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এদেশের জনগণ তাদের নিজেদের ভোট নিজেরা দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে চান। এবং নিজেদের পছন্দের সরকারকে তারা দেখতে চায়। আপনাদের মান সম্মান থাকতে থাকতে অচিরেই আপনারা একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইনশৃঙ্খলার উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের দোসরদের বিচারের দাবি, দেশ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) বিকেল তিনটায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শহরের ডনচেম্বারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, দেশের মানুষ বিগত ১৭টি বছর এই খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে জননেতা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তা কিন্তু এদশের মানুষ আপনারা দেখেছেন। সুতরাং এ থেকে কিন্তু আপনাদেরকেও শিক্ষা নিতে হবে। এদেশের মানুষ কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসে তার নেতৃত্বে কিন্তু তারা প্রতিটি আন্দোলন সংগ্রামে তারা রাজপথে ছিল। 

তিনি আরও বলেন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হয় এই আন্দোলন কি দুই মাসে সফল হয়েছে। বিগত ১৭টি বছর তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন করেছে। সে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন জননেতা তারেক রহমান।

এই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তারই শেষ পার্ট ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি এখনো ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বেনজির আহমেদ টিটু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন উদ্দিন, কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নুরজাহান মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: