নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

“আওয়ামীলীগ ছাড়া সকলের সাথে ঐক্য গড়তে রাজি খেলাফত মজলিশ”

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

“আওয়ামীলীগ ছাড়া সকলের সাথে ঐক্য গড়তে রাজি খেলাফত মজলিশ”

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, যে কোন দলের নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তবে দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের স্বার্থে সবাইকে এক থাকতে হবে।

কারো মধ্যে কোন ধরণের বিভেদ থাকা চলবে না। তাই দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আমরা ঐক্য চাই। খেলাফত মজলিশ ফ্যাসিবাদী দল আওয়ামীলীগ ব্যতীত অন্য যে কোন রাজনৈতিক দলের সাথে ঐক্য গড়তে রাজি আছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

মাওলানা আব্দুল বাছিত আজাদ আরও বলেন, আমরা চাচ্ছি ইসলামের নামে বিভিন্ন সংগঠন আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ঐক্য চাই। যদিও আমাদের মাঝে মতবিরোধ আছে কিন্তু আমাদের কাবা এক কোরআন এক মতানৈক্য থাকলে ব্যক্তিগত সেটা ভুলে যেতে চাই।

আমরা ইসলামী দলগুলো মিলে একটা বাক্স দিতে চাই। দেশের সব ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে এসে একটি প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটাররাও স্বাচ্ছন্দের সাথে ভোট দিতে পারবেন।

এক টেবিলে বসে সমাধানের কথা উল্লেখ করে বাছিত আজাদ বলেন, যেখানে যে ইসলামী দলের অবস্থান ভালো থাকবে যেখানে আমরা অন্য কোনো ইসলামী দল প্রার্থী দিবো না। আমরা সবাই আগে এক টেবিলে বসে এ সমস্যার সমাধান করবো।

এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থী ঘোষণা করিনি। একসঙ্গে না বসে আমরা কোনো প্রার্থী ঘোষণা করবো না।

কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের ও যুগ্ন-মহাসচিব সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ।