নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন মহানগর কৃষক দলের সভাপতি স্বপন খন্দকার এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লা ।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা বলেন, এই দিনে মাতৃভাষা রক্ষার্তে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেকে রাজপথে তাদের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষা প্রতিষ্ঠা করবার জন্য আত্মত্যাগ করেছিলেন।

তারই ফলশ্রুতিতে পাকিস্তান বাংলাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশীদের জন্য একটি চেতনা, প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন। এই দিনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আমরা জানাই গভীর শ্রদ্ধা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি গোলজার ,সহ সভাপতি তপু সহ সভাপতি লিটন, সহ সভাপতি ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক সজিব কাজি, যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সহ সাংগটনিক সম্পাদক আল আমিন, কৃষি সম্পাদক সবুজ, ধর্ম সম্পাদক আবজাল, ক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক সাব্বির, সাইদ মির, রাতুল প্রমুখ।

সম্পর্কিত বিষয়: