নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে : সামান্তা শারমিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে : সামান্তা শারমিন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পরে আবারো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। আরো একটি তথাকথিত নির্বাচন হতে পারেনা। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।

গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক’ এক নারী সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত কী হয়। প্রতিদিন রাতে আমাদের সিদ্ধান্ত নিতে হয় পরেরদিন সকালে কী রান্না হবে। বাড়ির পুরুষদের জিজ্ঞেস করবেন, তারা উত্তর দিতে পারবে না। তাহলে এসকল সিদ্ধান্ত নিতে পারলে পলিটিক্যাল ও দেশের সিদ্ধান্ত নেয়া তো এতটা কঠিন না। 

নারীরা বাচ্চারা কীভাবে পড়বে কোন কোচিংয়ে পড়বে সেটা নারীরা ঠিক করতে পারলে, দেশের জন্য কোনটা সঠিক সে সিদ্ধান্তও নারীরা নিতে পারবে। নারীর ভোট ও পুরুষের ভোটের সমান ক্ষমতা। আপনাদের জানার প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য কেউ শুনছে না। আমরা জনমত করতে গিয়ে নারীদের মতামত সবচেয়ে বেশি পেয়েছি।

নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের যারা বাড়িতে আছে তাদের গিয়ে বলবেন এ কথাগুলো। ঘরে বসে বক্তব্য দিয়ে কাজ হয় না। কাজ হবে যখন আপনারা কথা বলবেন। রান্নাঘরে কাজ করতে করতেও আলেচনা করুন দেশ কোনদিকে যাচ্ছে তা নিয়ে।

আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। এর মানে এই না আপনাকে নির্বাচন করতে হবে। ভোট দেয়াও একটি রাজনীতি।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, মিডিয়া সেলের মুখপাত্র ও সম্পাদক মুশফিক উস সালেহীন, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার সদস্য শওকত আলী, আহমেদুর রহমান তনু।