নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন : মামুন মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী পরিষদ সদস্য আফজাল হোসেন পন্টি, ক্লাবের স্থায়ী সদস্য এম আর কামাল।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন। আপনারা প্রেসার গ্রুপ হিসেবে আমাদের প্রতি নজর রাখবেন এই প্রত্যাশা করি। কেননা প্রেসার গ্রুপ না থাকলে সঠিক পথে থেকে কাজ করা যায় না।

আপনারা সাংবাদিকরা আমাদের সমালোচনা করবেন। আমাদের দোষত্রুটি তুলে ধরবেন। কিন্তু কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না। কেননা আমাদের নেতা তারেক রহমান সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক চলছি। 

 তিনি বলেন, ৭১'র স্বাধীণতার পর মানুষের যে আকাঙ্খা ছিলো তা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। যে কারণে ৫০ বছর পর আবার একটু বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে। জুলাই বিপ্লবে অনেক সাংবাদিককে আহত হতে দেখেছি আমি।

এই বিপ্লব বিএনপি একা করে নাই, তবে বিএনপির ত্যাগ অনেক বেশী। কিন্তু বিএনপি ছাড়াও আরো অনেকে এই বিপ্লবে ছিলো। তাই একেক জনের একেকটা প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক।

মামুন মাহমুদ বলেন, আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটি বাতিল করেছেন। তাই ঢালাওভাবে দলকে দোষারোপ করা যাবে না।

যে সাংগঠনিক নিয়মের বাইরে চলে বা চলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সময়গুলোতে আপনারা সেগুলো দেখেছেন। আমরা জনগণের সাথে আছি এবং তাদের সাথেই থাকতে চাই।

তিনি আরও বলেন, গত ৫ ফেব্রুয়ারি যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল আমার ওপর আস্থা রেখেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোন অন্যায় করিনি। যদি কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেবো। 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভা করায় অধ্যাপক মামুন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দীপু। তিনি বলেন, বিএনপির কেন্দ্র এমন একজন ব্যক্তিকে বেছে নিয়েছেন যিনি অত্যন্ত ক্লিন ইমেজের। মূল ব্যক্তি যদি ক্লিন ইমেজের হয়, তাহলে নেতাকর্মীরাও ক্লিন ইমেজ ধরে রাখতে চাইবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আওয়ামীলীগের সময়ে চাঁদাবাজির বিভিন্ন সেক্টরগুলো বিগত ০৬ মাসে নারায়ণগঞ্জ বিএনপির কিছু নেতা ইতিমধ্যেই দখলে নিয়েছেন বলে আমরা জানি। তবে, এক্ষেত্রে মামুন মাহমুদকে আমরা ব্যতিক্রম হিসেবে পেয়েছি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা কোনো অপকর্মের অভিযোগ পাইনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, বর্তমান কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আব্দুস সালাম, ক্লাবের স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, দিলীপ কুমার মন্ডল, মো: সামন হোসেন, মো: সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজিব প্রমুখ।

এছাড়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভুইয়া, জেলা জাসাস'র সাবেক সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।