নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নব কমিটির শপথ গ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নব কমিটির শপথ গ্রহণ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত জেলা কর্মপরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফতুল্লার শিবু মার্কেটস্থ আই.জে.এ.বি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "যুবকরা যেকোনো দেশের মূল চালিকাশক্তি। তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেশ ও জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। জুলাই পরবর্তী এ দেশের পট পরিবর্তনে যুবকদের ভূমিকা ছিল অপরিসীম।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করলেও তারা বারবার দেশের সম্পদ লুটপাট করেছে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ ইসলামের সোনালী যুগের ন্যায় ন্যায়বিচারভিত্তিক শাসন দেখতে চায়, যা আগামীর যুবকদের আকাঙ্ক্ষা।"

বক্তব্য শেষে প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ২০২৫-২৬ সেশনের জন্য নবগঠিত জেলা কর্মপরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন ও তাদের শপথ বাক্য পাঠ করান।

নবগঠিত ২৫ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ হলো: সভাপতি: মুহাম্মাদ মামুনুর রশিদ, সহ-সভাপতি: মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক: ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক: মুহাম্মাদ মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ আব্দুল হান্নান, দফতর সম্পাদক: হাফেজ মুহাম্মাদ সাইফুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আবু রায়হান, প্রচার সম্পাদক: আল আমিন আল আজাদ, প্রকাশনা সম্পাদক: মুহাম্মাদ আব্দুল হাকিম, অর্থ সম্পাদক: মুহাম্মাদ সাইফুল ইসলাম শুভ, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক: মুহাম্মাদ বেলাল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: হাফেজ রুহুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুহাম্মাদ শাহরিয়ার হাসান রিয়াদ, আইন ও মানবাধিকার সম্পাদক: মুহাম্মাদ সোহেল আরমান, তথ্য ও গবেষণা সম্পাদক: মুহাম্মাদ সোহেল সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মাদ আবুল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক: মুহাম্মাদ শাহাদাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মুহাম্মাদ মুরসালিন হাসান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক: মুফতী আল আমিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আলাউদ্দিন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক: মুহাম্মাদ মামুন রানা, উপসম্পাদক: মুহাম্মাদ আরিফুল্লাহ জাদরান, উপসম্পাদক: মুহাম্মাদ সোহেল ঢালী, উপসম্পাদক: মুহাম্মাদ খন্দকার জাকারিয়া, উপসম্পাদক: মুহাম্মাদ আল-আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন।

 এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: