নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষকরা পাঠদানে সঠিক নজর দিলে শিক্ষার্থীরা এগিয়ে যায় : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষকরা পাঠদানে সঠিক নজর দিলে শিক্ষার্থীরা এগিয়ে যায় : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, যেকোন স্কুলে শিক্ষকরা যদি পাঠদানের দিকে সঠিকভাবে নজর দেয় তাহলে সেই স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে যায়।

আমরা দেখেছি যে বরিশালের একটি অজপাড়াগাঁয়ের এক চা দোকানীর ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। সুতরাং মেধা বিকাশের জন্য স্থান কোন বিষয় না।

এ বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা অত্যন্ত মেধাবী। আমাদের সামনে যে পার্ফরম্যান্স করেছে তা খুবই বিচক্ষণ ছিলো। আমরা খুবই আনন্দিত। অভিবাবকদের দেখতে হবে, সন্তানদের খোঁজ খবর নিতে হবে।

নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়ন পরিষদে অবস্থিত কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল মাঠে এই আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিরোধী মত দমন করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। আমিসহ মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ অসংখ্য মিথ্যা মামলার আসামি। তাই আমরা চাই আর যাতে কাউকে মিথ্যা মামলা আসামি করা না হয়।

৫ আগস্টের পরবর্তী সময়ে আলিরটেকে কিছু ষড়যন্ত্রমূলক মামলায় নিরিহ মানুষকে আসামি করা হয়েছে বলে খবর পেয়েছি, আমরা বিষয়টা দেখবো।

স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, আলিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুলহাস সর্দার, বিএনপি নেতা সরকার আলম, গোগনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উপস্থিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

সম্পর্কিত বিষয়: