![রাজিবকে নিয়ে শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল রাজিবকে নিয়ে শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/10-2502112008.jpg)
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মাশুকুল ইসলাম রাজিবকে নিয়ে শহরে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম ভিপি রাজিবকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার শহরে আনন্দ মিছিল করেছে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বর ঘুরে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।
এসময়ে আনন্দ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্লোগান দেয়।
মিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাশুকুল ইসলাম রাজিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে নেতাকর্মীদের ফুল শুভেচ্ছায় সিক্ত হোন ভিপি রাজিব।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাশুকুল ইসলাম রাজিবকে ফুল শুভেচ্ছা ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে বিকেল তিনটা থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে মিশন পাড়া এসে জড়ো। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।