![নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/09-2502091939.jpg)
ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং মো. আলম মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উক্ত আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
জানাগেছে, গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এর আগে ২০২৩ সালের ১২ জানুয়ারী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নব নেতৃত্ব পেয়ে ডাঃ মো. শাহীন মিয়া বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর প্রতি তারা আমাকে যোগ্য হিসেবে বিভেনা করে টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শীর্ষ পদে নেতৃত্ব প্রদান করেছেন।
এছাড়া আবারো আমাকে টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছেন।
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নব নেতৃত্ব পেয়ে মো. আলম মিয়া বলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের বিগত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলাম সেই জায়গা থেকে আমাকে যোগ্য মনে করে আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ভাই নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব পদে আমাকে মূল্যায়িত করেছেন।
তাই আমি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর প্রতি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।