
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জেলার আওতাধীন থানা ও পৌরসভার ১০টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫টি থানা ও ৫টি পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নানা সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীর আহমেদ টুটুল, সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল এবং সুসংগঠিত করার জন্য কর্মসূচি প্রণয়নে আলোচনা হয়। এবং প্রতিটি সাংগঠনিক ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সদস্যপদ নবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।