নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫

মাসুকুল ইসলাম রাজীবকে রশু স্মৃতি সংসদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মাসুকুল ইসলাম রাজীবকে রশু স্মৃতি সংসদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে সাবেক তুখোড় ছাত্রনেতা  তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজীবকে যুগ্ম আহ্বায়ক করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মরহুম রশিদুর রহমান রশু স্মৃতি সংসদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনের প্রধান সমন্বয়ক বজলুর রহমান এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি উজ্জ্বল নক্ষত্র মাসুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই সাথে মাসুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
 

সম্পর্কিত বিষয়: