নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল হিন্দু হিন্দু সম্প্রদায়কে বিদ্যা দেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে সজল বলেন, আমাদের দল বিএনপি পরিবার সবসময়ই হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। আমরা কিন্তু যেকোনো পূজা অর্চনা থেকে শুরু করে সকল অনুষ্ঠানে আপনাদের পাশে থাকি।
বিএনপি যখনই ক্ষমতায় থাকে বিএনপি দ্বারা কোন হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয় নাই। কিন্তু একটি সরকার ছিল যারা সব সময় বলতো যে আমরা হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের সচেষ্ট থাকি সেই দলের নেতাকর্মীদের দ্বারাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়েছে।
বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে শহরের নগর খানপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া কমিটির উদ্যোগে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে বারোটায় নগর খানপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, ইতিপূর্বে আপনারা ব্রাহ্মণবাড়িয়ায়, রামু বৌদ্ধ মন্দির ও কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কারণ তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের ব্যবসা-বাণিজ্য বাড়ি-ঘর দখল করতে চায়। আর বিএনপি সবসময়ই হিন্দু সম্পদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।
আপনাদের যেন কখনো কোন ক্ষতি না হয় তার জন্য আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আপনাদের পাশে থাকবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান।
এদেশ শুধু মুসলমানের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের। সুতরাং আপনারা ছোট মন নিয়ে থাকবেন না। এদেশে আমাদের জন্ম আর এই দেশে থাকার অধিকার আমাদের রয়েছে। বিএনপি পরিবার সবসময় আপনাদের পাশে আছে।
নগর খানপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া মন্দির কমিটির সভাপতি জয়ন্ত দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন।
এছাড়াও রাখাল চন্দ্র দে, সুমন সাহা, পল্টন সাহা, বলাই মন্ডলসহ সিদ্ধিগোপাল আখড়া সরস্বতী পূজা কমিটির নেতৃবৃন্দ।