নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছর খুনি সন্ত্রাসী শামীম ওসমান, সেলিম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। তারা আবারও নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়, আবারও সেই সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এবার তা আর হতে দেবে না।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জবাসী শামীম ওসমানকে জেলে দেখতে চায়, সেলিম ওসমানকে জেলে দেখতে চায়, আইভীকে জেলে দেখতে চায়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের জেলে দেখতে চায়। তাদের হাতে ছাত্র-জনতা হত্যার রক্ত।
দেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে তারা রক্তে হাত রঞ্জিত করেছে। তাই তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তারপরে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না।
তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের খুঁজছি। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের খুঁজছে। বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজছে।
আপনাদেরকে ধরে আমরা পুলিশের কাছে সোপর্দ করবো এবং ছাত্র-জনতা হত্যার বিচার কার্যকর করার ব্যবস্থা করবো। আপনারা যে অপরাধ করেছেন সে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা রাজপথে আপনাদের প্রতিহত করে যাবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর কৃষক দলের সভানেত্রী খন্দকার এনামুল হক স্বপন, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।