নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্টদের সহযোগীরা গুম, খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে : হাফিজুর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্টদের সহযোগীরা গুম, খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে : হাফিজুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমাস বলেছেন, আওয়ামী দুঃশাসন আমলে যারা গুম, খুন, লুটপাট এবং দুর্নীতিতে জড়িত ছিল এখনো অনেকে বহাল তবিয়তে আছে।

জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। তাদেরকে গ্রেপ্তার করে দ্রত বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি )সকালে বান্টি বাজারে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 মুহাম্মদ হাফিজুর রহমান আরোও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া অনেকে এখনো ফিরে আসেনি। গুম হওয়াদের পরিবারের সদস্যরা এখনো তাদেরকে ফিরে পাবার আশা নিয়ে অশ্র ঝড়াচ্ছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপতালে কাতরাচ্ছে।

অথচ এত অপরাধ করার পরেও ফ্যাসিস্টদের সহযোগীরা সবাই এখনো গ্রেপ্তার হয়নি। তাদেরকে দ্রত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে তারা আবারো গুম খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে। 

দুপতারা ইউনিয়ন আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন মাসুদ, দুপতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উত্তর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আকরাম হোসাইন, মোতাহার হোসাইন প্রমূখ।