নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমরা দীর্ঘ ১৬টি বছর একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।
যারা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই গুলি ও অস্ত্রের যোগানদাতা যেসকল ব্যবসায়ীরা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না।
তাদের টাকা দিয়ে অস্ত্র ও গুলি কিনে আমাদের উপর গুলি করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের অস্ত্র ও গুলির জোগানদাতা ব্যবসায়ীদের বিচার আমরা চাই। এর আগে যখন বিএনপি মনা ব্যবসায়ীদেরকে মামলা হামলা দিয়ে বলা হয়েছে তারা বিএনপি'র নাশকতা ও অর্থ যোগানদাতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা ও উপজেলা যুবদলের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বন্দর ফরাজীকান্দা তৃতীয় শীতালক্ষ্যা ব্রীজের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা বলতে চাই ৫ আগস্টের আগে আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতা করেছে নারায়ণগঞ্জের অনেকে ব্যবসায়ী। তারা অর্থ দিয়ে গুলি ও অস্ত্র কিনে দিয়েছেন সেই সকল ব্যবসায়ীদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এই সকল ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। আমরা অচিরেই সেই সকল ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করব। কারা ছিল ফ্যাসিবাদী সরকারের অর্থ, অস্ত্র ও গুলির যোগানদাতা। তাদের পরিচয় আমরা নারায়ণগঞ্জে প্রকাশ করব।
তিনি আরও বলেন, আমরা এদেশের মানুষের পাশে আছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের মন জয় করবেন। এই অন্তবতি সরকারের মাধ্যমে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির প্রার্থী যে থাকবে সেই প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ঘরে ঘরে যাব। আমাদের নেতা তারেক রহমান যে ৩১দফা কি কি আছে বিএনপিকে নির্বাচন নির্বাচিত করলে বিএনপি কি কি করবে জনকের জন্য তা আপনাদের ঘরে ঘরে গিয়ে আমরা বার্তা পৌঁছে দেব।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগরের সভাপতিত্বে ও সদস্য মিনহাজ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল।
এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, শাহীন শরীফ, , ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, জাহিদুল হাসান শুভ প্রমুখ ।